উৎপাদনে ফিরল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ PM
-10218.jpg)
তিন দফায় উৎপাদন বন্ধের সময়সীমা বাড়ানোর পর অবশেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেড কারখানার কার্যক্রম আবার শুরু করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ আগস্ট থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে।
এর আগে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ডিএসই’র একটি তদন্ত দল কারখানা পরিদর্শনে গিয়ে সেটি বন্ধ অবস্থায় পায়। পরে এ তথ্য ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি কোম্পানি কর্তৃপক্ষ জানায়, লোকসান কমানোর উদ্দেশ্যে ১ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে, যা প্রাথমিকভাবে দুই মাস, অর্থাৎ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে উৎপাদন পুনরায় চালু করা হবে বলে জানানো হয়।
তবে মার্চ মাস পার হলেও উৎপাদন শুরু হয়নি। এরপর প্রথম দফায় মে মাস পর্যন্ত এবং দ্বিতীয় দফায় আরও আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কোম্পানি কর্তৃপক্ষ।
তৃতীয় দফায় ২ সপ্তাহ সময় বাড়িয়ে ৩১ আগস্ট থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় সাফকো স্পিনিং। অবশেষে নির্ধারিত সময় অনুযায়ী ৩১ আগস্ট থেকে উৎপাদন শুরু করতে পেরেছে প্রতিষ্ঠানটি।