ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা আরেক প্রতিষ্ঠানের

ডিভিডেন্ড
  © ফাইল ছবি

ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিলেন শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের আরেক প্রতিষ্ঠান। ২০২৪ সালের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি। ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ি, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১১ টাকা ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৯ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য বছর কোম্পানিটির প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৬ পয়সা। আগের বছর ছিল মাইনাস ১ টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ৬ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১:৩০ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।

এর আগে ইসলামী ব্যাকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দেয়।


মন্তব্য