ইলিশ কূটনীতি
হাসিনাকেও ছাড়িয়ে গেলেন ড. ইউনুস
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ PM
-11731.jpg)
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতের চোখে চোখ রেখে যেভাবে কথা বলেছিলেন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস তাতে কিছুটা আশা দেখেছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু বছর যেতে না যেতেই ভারত ইস্যুতে ড. ইউনুসের ইউটার্নে যেন আবার হতাশার ছায়া দেখছেন সবাই। বিশেষ করে ইলিশ কূটনীতিতে ড. ইউনুস যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগের চেয়ে এবার অনেক বেশি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি দেয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দু’টি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে।