ডিভিডেন্ড ঘোষণা করল কোম্পানি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ PM
-12924.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান বঙ্গজ লিমিটেড ২০২৪–২৫ অর্থবছরের (সমাপ্তি ৩০ জুন ২০২৫) জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগের বছর কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানি সূত্রে জানা যায়, আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.২৮ টাকা, যা আগের বছরে ছিল ০.৩১ টাকা। শেয়ার প্রতি নগদ প্রবাহ (সিএফপিএস) দাঁড়িয়েছে ০.৩৮ টাকা, যেখানে আগের অর্থবছরে তা ছিল ঋণাত্মক ০.১৫ টাকা।
এছাড়া ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।