বাংলাদেশে বিনিয়োগে ৫ বাধার কথা জানাল যুক্তরাষ্ট্র
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বাশর্ত হলো বিনিয়োগ। তবে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধা চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে, সীমাবদ্ধতা কমাতে কিছু অগ্রগতি হলেও, বিদেশি বিনিয়োগে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
এই তথ্য উঠে এসেছে ২৬ সেপ্টেম্বর প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে।
চিহ্নিত পাঁচ বাধা:
১. অপর্যাপ্ত অবকাঠামো
২. সীমিত অর্থায়ন সুবিধা
৩. জটিল আমলাতন্ত্র
৪. বিদেশি কোম্পানির ওপর বৈষম্যমূলক কর ব্যবস্থা
৫. দুর্নীতি
প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে বাংলাদেশ সরকার বিদ্যুৎ সরবরাহ ও অন্যান্য ক্ষেত্রের উন্নয়নে কাজ করলেও, এখনো বিদেশি বিনিয়োগকারীরা জটিলতা ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়,“২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সহিংস দমন-পীড়নের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার উদ্দেশ্য প্রশাসনিক সংস্কার। তবে এখনো দেশের নিয়ন্ত্রক কাঠামো বা বুরোক্রেটিক বাস্তবতা অপরিবর্তিত রয়েছে।”
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিনিয়োগ আকর্ষণ করতে হলে বাংলাদেশকে এই কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা, কর কাঠামো এবং দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ জরুরি।