একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগ

ব্যাংক
  © ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতে নজিরবিহীন এক উদ্যোগ নিতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই প্রতিষ্ঠানের নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক।

একীভূতকরণের জটিল প্রক্রিয়া শুরুর আগে প্রতিটি ব্যাংকে শৃঙ্খলা ও তদারকি নিশ্চিত করতে একজন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রশাসক হবেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এবং কোনো নতুন জটিলতা দেখা না দিলে আগামী সপ্তাহের মধ্যেই প্রশাসকরা দায়িত্ব গ্রহণ করবেন। ইতিমধ্যে প্রশাসকদের নামও চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

এক্সিম ব্যাংক: নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম

সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন

ইউনিয়ন ব্যাংক: সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাসেম

গ্লোবাল ইসলামী ব্যাংক: টাঁকশালের পরিচালক মো. মোকসুদুজ্জামান

প্রত্যেক প্রশাসকের সঙ্গে একজন করে অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক এবং একজন উপপরিচালক সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসক টিম দায়িত্ব নেবে।

পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি জটিলতা যাতে না হয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ নির্দেশনা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং লিখিত মতামত পাওয়ার পরই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসক নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রজ্ঞাপন জারির পরই প্রশাসকেরা দায়িত্ব গ্রহণ করবেন।"


মন্তব্য