যেমন চলছে শেয়ারবাজারের লেনদেন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ PM

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সব সূচকই ঊর্ধ্বমুখী অবস্থানে লেনদেন করছে। দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। একই সময়ে এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে প্রায় ২৮৮ কোটি টাকার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, বাছাই করা ৩০ কোম্পানির ভিত্তিতে গঠিত ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দুই হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।
প্রথম দুই ঘণ্টার লেনদেনে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২৬৫টির দর বেড়েছে, ৬১টির দাম কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত ছিল।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৮৭ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন সম্পন্ন হয়েছে। এ সময় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবচেয়ে বেশি লেনদেনের অবদান রেখেছে; কোম্পানির শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক বেড়েছে। এরমধ্যে সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৬ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৩৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৮ পয়েন্টে উঠেছে।
এসময় পর্যন্ত সিএসইতে মোট ১০২টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির, আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।