কত টাকা বাড়ল ভোজ্যতেলের দাম?
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৮ PM
-11414.jpg)
দেশের বাজারে লিটার প্রতি সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকা, যা আগের ১৮৯ টাকা ছিল। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে।
এ তথ্য বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়, যা এতদিন ছিল ১৬৯ টাকা। অর্থাৎ খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বেড়েছে। পাশাপাশি পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা, যা আগে ছিল ৯২০ টাকা। ফলে পাঁচ লিটার বোতলের দাম বেড়েছে ২৫ টাকা।
খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫০ টাকা। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। তবে এখনো বাণিজ্য মন্ত্রণালয় এই মূল্যবৃদ্ধির আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। তার আগেই ব্যবসায়ীরা নতুন দাম ঘোষণা করেছেন।
তবে ভোজ্যতেল উৎপাদনকারী একটি কোম্পানির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘দাম বাড়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের অনুমোদন দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।’ এর আগে গত এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছিল। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭০ টাকা বাড়িয়ে ৯২০ টাকা করা হয়। অবশ্য আগস্টের মাঝামাঝি সময়ে এসে খোলা পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করা হয়।
গত আগস্টে ভোজ্যতেল ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তখন মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দেয়। এতে ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের টানাপোড়েন সৃষ্টি হয়। পরে ২২ সেপ্টেম্বর ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার, যদিও তখন মূল্যবৃদ্ধির পরিমাণ ও সময় নির্ধারিত হয়নি। অবশেষে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ীরা নতুন মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।