ফাঁকি উদ্ঘাটন ও অর্থ আদায়ে মাইলফলক
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ PM
-11812.jpg)
২০২৪ সালের ২৩ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এক বছরও পূর্ণ হয়নি, এরই মধ্যে সংস্থাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। বহুজাতিক কোম্পানি থেকে শুরু করে দেশীয় শিল্পগোষ্ঠী, এমনকি সচিব ও খেলোয়াড়দেরও আয়কর ফাইল পর্যালোচনার বাইরে রাখেনি এই ইউনিট। পুরনো আয়কর ফাইল বিশ্লেষণ করে বড় অঙ্কের কর ফাঁকি উদ্ঘাটন করেছে তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে পরিচালিত এই নতুন গোয়েন্দা ইউনিট শুধু কর ফাঁকি উদ্ঘাটনেই সীমাবদ্ধ নয়, উদ্ঘাটিত ফাঁকির প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ইতোমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে—যা সংস্থাটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ সাফল্যের ঘোষণা দেন ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব। এ উপলক্ষে বিকেলে রাজধানীর আগারগাঁও ডাক ভবনে অবস্থিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যালয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ শুকরিয়া আদায় করছি। আজ আমরা ২০০ কোটি টাকা ফাঁকিকৃত কর আদায়ের মাইলফলক অতিক্রম করলাম। ২০২৫ সালের ৮ জানুয়ারি আমাদের প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে কর জমা হয়েছিল। ৯ মাস ৮ দিনে এ-চালানের মাধ্যমে ২০১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৭১ টাকা ফাকিকৃত কর আদায় হলো। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, এনবিআরের সম্মানিত চেয়ারম্যান মহোদয়সহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সকল সহকর্মীকে আন্তরিক অভিনন্দন।’