ডিভিডেন্ড ঘোষণা করল কোম্পানি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৯ PM
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ১৩ পয়সা।
এ সময় কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ১৩ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।