ডা. লকিয়ত উল্ল্যা চাঁবিপ্রবি'র সিন্ডিকেট সদস্য মনোনীত
- তানভীর আহমেদ
- প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৭:৩৪ PM

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য মানোনীত হয়েছেন ডা. লকিয়তউল্ল্যা। তিনি বায়োফার্মা লিমিটেড ও বায়ো গ্রুপের সিইও।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০- এর ধারা ১৮ (১) (ঞ) ও ১৮ (২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিল্প ও বাণিজ্য ক্যাটাগরিতে তাকে দুই বছরের জন্য মনোনয়ন দেয় সরকার।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা. লকিয়ত উল্লাহ বায়োগ্রুপের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বহু সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে জনসেবামুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ডা. লকিয়ত উল্যা ১৯৮৬ সালে কুমিল্লা বোর্ড থেকে ১ম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে একই বোর্ড থেকে ১ম বিভাগে এইচএসসি এবং ১৯৯৭ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং পার্সোনেল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় সর্বোচ্চ মার্কস পেয়ে উভয় ক্ষেত্রে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ বা গোল্ড মেডেল লাভ করেন। এরপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে এমবিএ ডিগ্রি অর্জন এবং ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেন।
সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বায়োফার্মা লিমিটেড বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।