চাঁবিপ্রবি ভিসি পুত্রের সাফল্য
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ভাইস-চ্যান্সেলরের (ভিসি) একমাত্র ছেলে ডা. ফাতিন ইলহাম প্রিজম ইংল্যান্ডের লাইসেন্সিং এক্সাম PLAB Part-I পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এর আগে সে ওটিই (OET) পরীক্ষায় ৮ নম্বর (out of 9) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পিএলএবি (PLAB Part-II) পরীক্ষা শীঘ্রই যুক্তরাজ্যে এ অনুষ্ঠিত হবে। ডা. প্রিজম ভবিষ্যতে মেম্বার অব দ্যা রয়াল কলেজ অব ফিজিশিয়ান্স অব দ্য ইউনাউটেড কিংডম থেকে এমআরসিপি (MRCP) ডিগ্রী অর্জন করে দেশের জন্য কাজ করতে আগ্রহী।
ডা. প্রিজমের পিতা প্রফেসর ড. পেয়ার আহম্মেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ হতে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে রাষ্ট্রপতি কর্তৃক মনোনিত চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। ডা. প্রিজম যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে একজন বিশ্ববিখ্যাত চিকিৎসক হয়ে মানবকল্যাণে বিশেষ করে দেশবাসীর সেবা ও ইসলামের জন্য কাজ করতে পারে সেজন্য প্রফেসর ড. পেয়ার আহম্মেদ সবার দোয়া কামনা করেছেন।