ঢাকা সিটি কলেজে বিক্ষোভ

সিটি কলেজ
  © সংগৃহীত

প্রায়ই বিভিন্ন কলেজের সঙ্গে সংঘর্ষে জড়ানোর খবর পাওয়া যায় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এবার ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ চত্বর। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের একাংশের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ করেন। পরে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। তাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরাও ভেতরে প্রবেশ করেন।

প্রবেশের কিছুক্ষণ পর বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষকদের কমনরুমের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে দুই শিক্ষার্থী কাচের সঙ্গে আঘাত পেয়ে আহত হন। আহতরা হলেন– মেহেদী হাসান তানিম ও অপু। তারা এইচএসসি ২৬ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের দাবি, কলেজের স্বঘোষিত অধ্যক্ষ কাজী নেয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে। আন্দোলনরতদের একাংশ বর্তমানে কলেজের ভেতরে অবস্থান করছেন, অন্যদিকে সাবেক শিক্ষার্থীদের একটি দল কলেজের বাইরে একত্রিত হয়েছেন।

অন্যদিকে, কলেজ সংলগ্ন সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।


মন্তব্য