মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের অনুরোধ
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০২:৫৮ PM
-12300.jpg)
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় কারও সন্তান এখনো নিখোঁজ থাকলে তা দ্রুত জানাতে অনুরোধ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক রাসেল তালুকদার।
তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম চালু রাখা হয়েছে, তবে অন্যান্য শ্রেণির ক্লাস কবে থেকে শুরু হবে—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রাসেল তালুকদার জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দেওয়ার অনুরোধ করা হচ্ছে।
এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকও আসছেন ক্যাম্পাসের সামনে।
স্কুলের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা প্রহরীরা দর্শনার্থী–সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্কুলের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
গত সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।