ডাকসুর কোন কেন্দ্রে কত ভোট পড়েছে?
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM
-10928.jpg)
বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচনে মোট আটটি কেন্দ্রের ভোটার উপস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
কোন কেন্দ্রে কত ভোট পড়েছে
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ হাজার ৬৬৫ জন। সেখানে ৬৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী ভোট প্রয়োগ করেছেন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এর মধ্যে বিজয় একাত্তর হলের ৮৫ দশমিক ০২ শতাংশ, স্যার এ এফ রহমান হলের ৮২ দশমিক ৫০ শতাংশ ও হাজী মুহম্মদ মুহসীন হলের ৮৩ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।
ইউল্যাব স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৬ জন। এখানে ৬৩ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। এখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৫৫ জন। এর মধ্যে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ৬৮ দশমিক ৩৯ শতাংশ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৬৭ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।
কার্জন হলে ভোট দিয়েছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭৭ জন। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ৮০ দশমিক ২৪ শতাংশ, অমর একুশে হলের ৮৩ দশমিক ৩০ শতাংশ ও ফজলুল হক মুসলিম হলের ৮১ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।
উদয়ন স্কুল কেন্দ্রে মাস্টারদা সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৭৫ শতাংশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৭ শতাংশ ও কবি জসীম উদ্দীন হলের ৮৬ শতাংশ শিক্ষার্থী ভোট প্রয়োগ করেছেন।
শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়েছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে জগন্নাথ হলের ৮২ দশমিক ৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৮৪ দশমিক ৫৬ শতাংশ ও সলিমুল্লাহ মুসলিম হলের ৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।