আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ PM
-11657.jpg)
শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এজন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আমাদের সাথে আইওয়াস করা হয়েছে। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে, সঙ্গে থাকবে কর্মবিরতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি।
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষকেরা।
বুধবারও সকাল থেকে তাদের আন্দোলন শুরু হয়। শহীদ মিনারে অবস্থান করা শিক্ষকেরা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে চলে যান।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৫, ১০, ১৫ এবং সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের কথা বলা হয়। গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো হয় বলে জানান তারা।