ভাইরাল বুবলী-শাকিব
- বিনোদন ডেস্ক:
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:০১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০১:০১ PM

বাংলাদেশের সিনেমা জগতের অঘোষিত বাদশাহ শাকিব খান। সিনেমার সাফল্যের পাশাপাশি একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। তার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী শবনম বুবলী। এদিকে হঠাৎ সংবাদ আসে অপু বিশ্বাসের কোলজুড়ে এসেছে শাকিব খানের সন্তান। এ নিয়ে তোলপাড় শোবিজ অঙ্গন। এর কিছুদিন পর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শবনম বুবলিও শাকিব খানের সন্তানের মা হয়েছেন বলে সংবাদ আসে। দ্বিতীয় দফায়ও তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে এসব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যান শাকিব খান। অপু-বুবলী কারও সঙ্গে আর সম্পর্ক নেই বলে জানিয়ে দেন তিনি। এমনকি তার বিয়ের জন্য পরিবার থেকে ধার্মিক মেয়ে খোঁজা হচ্ছে বলেও জানা যায়।
তবে মাঝে মাঝে সন্তানদের সঙ্গে দেখা করতে যান শাকিব খান, আর শিরোনামের পাতায় উঠে আসে তার নাম। তবে এবার ভিন্ন কারণে শিরোনাম হলেন শাকিব।
কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে গেছেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর।
রোববার (৩ আগস্ট) চিত্রনায়িকা বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।
ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠভাবে দেখা দিয়েছেন। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে যেন অনেকটাই এগিয়ে গেলেন বুবলী!
ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা বিভিন্ন কমেন্ট করতে থাকেন।
এক নেটিজেন লিখেছেন, “ধৈর্যের ফল মিস্টি হয়। লাভ ইউ বুবলি। লাভ ইউ শাকিব খান। এভাবেই থাক আজীবন।” আরেকজন লিখেছেন, “শাকিব খান বুবলি তোমাদেরকে আল্লাহ ভাল রাখুক। এভাবে সুখে থেকো সারা জীবন দোয়া রইল তোমাদের জন্য।”
দুই বছর আগে অপু ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেসময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট ছেলেকে ঘিরে। তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে।