নিহতদের জন্য কী করছেন বিজয়?
- বিনোদন ডেস্ক:
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ AM
-12912.jpg)
অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তার নিজের রাজনৈতিক দলের এক জনসভায় গত শনিবার পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।
সেদিন রাতে ভারতের তামিলনাড়ুর কারুর ভ্যালিতে বিজয় তার নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’–এর জনসভা করেন। সেখানে প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে আসা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩৯ জন নিহত হন, যাদের মধ্যে ১০টি শিশু ও ১৬ জন নারী। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৫১ জনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর তামিলনাড়ু সরকার নিহতদের প্রতিটি পরিবারকে ১০ লাখ রুপি (প্রায় ১৩ লাখ টাকা) এবং আহতদের পরিবারকে এক লাখ রুপি (প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে। এর পরপরই অভিনেতা বিজয় নিজের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লাখ রুপি (প্রায় ২৬ লাখ টাকা) এবং আহতদের ২ লাখ রুপি (প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এই ঘটনার পর বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।