বুলিংয়ের শিকার অক্ষয়ের মেয়ে

অক্ষয়
  © ফাইল ছবি

যত দিন যাচ্ছে ততই বাড়ছে অনলাইনে প্রতারণা ও সাইবার বুলিং। এবার অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। এক অনলাইন গেম খেলতে গিয়ে অপর প্রান্তের এক ব্যক্তি তার কাছে নগ্ন ছবি দাবি করে। শুক্রবার ভারতের মহারাষ্ট্র রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ তথ্য জানান অক্ষয় কুমার নিজেই।

অভিনেতা বলেন, ‘গেম খেলতে গিয়ে নিতারার সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। প্রথমে তিনি মেয়ের পরিচয় জানতে চান। নিতারা নিজেকে নারী হিসেবে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায় এবং কিছু সময় পরই তার কাছে নগ্ন ছবি চাইতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে নিতারা গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায় ও পুরো ঘটনা জানায়।’

এই অভিজ্ঞতার প্রেক্ষিতে অক্ষয় কুমার বলেন, ‘এভাবেই অপরাধ প্রবণতা তৈরি হয়, এখান থেকেই সাইবার অপরাধ শুরু হয়।’ 

এরপর মহারাষ্ট্র সরকারের কাছে একটি অনুরোধও রাখেন অক্ষয়। প্রস্তাব দেন, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত একটি ‘সাইবার পিরিয়ড’ চালু করার। জানান, এর ফলে কিশোর-কিশোরীরা সচেতন হবে এবং সাইবার অপরাধের ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।


মন্তব্য