নেটিজেনদের কটাক্ষের শিকার ফারিয়া

শবনম
  © সংগৃহীত

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবন শুরু করেছেন। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল-মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের পর মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গেছেন তারা। শবনম ফারিয়া সেখানে ঘুরে বেড়ানোর নানা ছবি ফেসবুকে পোস্ট করেছেন, তবে সকল ছবি শুধুমাত্র তার নিজের। স্বামীর সঙ্গে তোলা কোনো ছবি এখনও শেয়ার করেননি তিনি।

এর মধ্যে গত মঙ্গলবার শ্রীলঙ্কার গালে শহর থেকে ‘হাফপ্যান্ট’ পরা একটি ছবি পোস্ট করলে সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনাকারীরা বলছেন, শবনম ফারিয়া খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন।কিন্তু বিয়ের পর হানিমুনে গিয়ে হাফপ্যান্ট পরা ছবি জনসম্মুখে প্রকাশ করে নিজের সম্পর্কে উলটো বার্তাই দিলেন। 

অনেকেই বলছেন, মসজিদের বিয়ে করা করা ছিল তার নাটক। হাফপ্যান্ট পরা ছবিই তার আসল রূপ। কেউ কেউ বলছেন, শবনম ফারিয়াকে তোমারে শাড়িতে মানায়, মুসলিম নারী হয়ে তার হাফপ্যান্ট পরা ঠিক হয়নি। অভিনেত্রীর এমন ছবি দেখে ভক্তদের অনেকেই আঘাত পেয়ে তাকে বয়কটের ডাক দিয়েছেন।কেউ কেউ তাকে ‘ভিউ ব্যবসায়ী’ বলে কটাক্ষ করেছেন। 

দীপ্ত ফয়সাল ভুইয়া বলেছেন, বুঝলাম না, ফারিয়া বিয়ে করল মসজিদে, হাফপ্যান্ট পরল শ্রীলঙ্কায়? তুমি আমার পছন্দেরই একজন, এভাবে আঘাত কেন দিলে? নাজিম উদ্দিন মারুফ লিখেছেন, বিয়ে করছে মসজিদে, তার এই অবস্থা!

খলিলুর রহমান নামে একজন লিখেছেন, বিদেশে গেলেই কাপড়ের অভাব হয়। নুর বাসেদ লিখেছেন, খেজুর দিয়ে বিয়ে পড়ানোর নমুনা!

ফাহিম মিয়া বলেন, এটাই ফারিয়ার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। জারা তাবাসসুম লিখেছেন, এটাই হলো আন্টির আসল চরিত্র। 

শামীম আল মামুন লিখেছেন, বিবাহ পরবর্তী এরকম পরিবর্তন কখনো আশা করি নাই, আপা।আরিফ খান লিখেছেন, আপনার থেকে এ ধরনের পোশাক আশা করি নাই। সাবিনা ইয়াসমিন বলেন, এই নারীরে একটু হলেও শালীন ভাবছিলাম। কথা হলো- অভিনয় করলেই কি হাফপ্যান্ট পরে ছবি দিতে হবে? দুঃখের বিষয় হলো- এক সপ্তাহ আগে বিয়ে করছে মসজিদে, আর এখন ঘুরে হাফপ্যান্ট পরে!

রানা আমিন বলেন, মসজিদে খেজুর বিলিয়ে বিয়ে, বিদেশে হানিমুনে গিয়ে হাফপ্যান্ট বাহ!

এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।


মন্তব্য