এবার মেডিকেল কর্মচারীদের কর্মবিরতি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৩:০১ PM

সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে কয়েক শতাধিক কর্মচারী কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মসূচি চলমান ছিল বলে জানা গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, “আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি।” আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, “আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি।”
তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।