শয়তানের শিং নিয়ে ৭৪ বছর পার!

শয়তানের শিং নিয়ে ৭৪ বছর পার!
  © সংগৃহীত

এ এক অদ্ভুত ঘটনা। যে শয়তানকে মানুষ দেখতেই পায় না সেই শয়তানেরই একটি বড় শিং বয়ে বেড়াচ্ছেন একজন জলজ্যান্ত রক্ত-মাংসের মানুষ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্য।

শ্যাম লাল যাদব নামের এক ৭৪ বছর বয়সী মানুষ এমন একটি শিং মাথায় নিয়ে পার করেছেন জীবনের ৭৪টি বছর। তার মাথায় গজানো এ শিংকে ‘শয়তানের শিং’ বলেই জেনে আসছে সবাই।

মানুষের মাথায় শয়তানের শিং গজানোর গা শিউরে উঠা এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশে।

সেখানকার মধ্যপ্রদেশের শ্যাম লাল যাদব নামের এক ৭৪ বছর বয়সী বৃদ্ধের মাথায় গজিয়ে উঠেছিল শিংয়ের মতো উঁচু এক অদ্ভুত জিনিস, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সেবেশিয়াস হর্ন বা ‘ডেভিল’স হর্ন’ (শয়তানের শিং)।

এই বিরল ঘটনার শুরু ২০১৪ সালে, যখন মাথায় একবার আঘাত পাওয়ার পর যাদবের খুলি থেকে ধীরে ধীরে বেরোতে থাকে শিংয়ের মতো শক্ত একটি গঠন।

প্রথমদিকে তিনি নিজেই মাঝে মাঝে কেটে ছোট করতেন, এমনকি স্থানীয় নাপিতের কাছেও নিয়ে যেতেন ছাঁটতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এতটাই বড় ও শক্ত হয়ে ওঠে যে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।

শেষমেশ চিন্তিত হয়ে তিনি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, এই শিংটির মূল অংশ ত্বকের খুব উপরের স্তরে ছিল, যার ফলে জটিলতা ছাড়াই অপারেশন করে সেটি অপসারণ করা সম্ভব হয়।

চিকিৎসকরা জানান, সেবেশিয়াস হর্ন মূলত তৈরি হয় কেরাটিন দিয়ে, যেটি আমাদের চুল ও নখের প্রধান উপাদান। যদিও সাধারণত এটি ক্ষতিকর নয়, কিন্তু মাঝে মাঝে এটি ত্বকের অন্যান্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই সময়মতো চিকিৎসা নেওয়াই সর্বোত্তম বলে চিকিৎসকরা জানান। 


মন্তব্য