৫ জন এখনো ক্রিটিক্যালি
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৫৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০১:০০ AM

জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন ৪০ জনের মধ্যে এখনো ৫ জনের অবস্থা ক্রিটিক্যাল (শঙ্কটাপন্ন) উল্লেখ করে চিকিৎসকরা বলেছেন তাদের আইসিইউতে রাখা হয়েছে। তবে শারীরিক উন্নতি হওয়ায় আজ শনিবার বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, মাইলস্টোনের ঘটনায় আজ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা ৫ জনের। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।
তিনি আরও বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের মধ্যে দুজনের কিছুটা উন্নতি হয়েছে। যারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার ৪ থেকে ৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারব।
ডা. নাসির বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর বিষয়ে মিটিংয়ে বসেছিলেন। তারা রোগীদের দেখেছেন।
গত সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে। এতে পাইলট-শিক্ষক-শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর মিলেছে।