বাড়িতে ঢুকে হাসপাতাল পরিচালককে হত্যা করল ইসরায়েল

গাজা
  © ফাইল ছবি

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত হয়েছেন। খবর বিবিসির।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গাজা সিটির নিজ বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। এ হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছ, মারওয়ান দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় ছিলেন। চিকিৎসা পেশাজীবনে তিনি সহমর্মিতা ও নিষ্ঠার প্রতীক ছিলেন।

ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত এমন জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় হামাসের সঙ্গে জড়িত নয়, এমন বেসামরিক লোকজন নিহত হয়েছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।


মন্তব্য