হিমাচলে ৬৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪০
- আর্ন্তজাতিক ডেস্ক
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০১:৩৫ PM

টানা কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে ভারতের হিমাচল প্রদেশে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪০ জন।
আজ শুক্রবার (৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সার্বিক পরিস্থিতিতে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যটির সব জেলায়। সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। সরকার জানিয়েছে, ৪০০ কোটি রুপির সম্পত্তির ক্ষতি হয়েছে। বিশেষ করে মান্ডি জেলায় ত্রাণ ও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেন, ‘আমাদের সিস্টেমে যে তথ্য এসেছে, তাতে আমরা এখন পর্যন্ত ৪০০ কোটি রুপির বেশি অর্থিক ক্ষতি রেকর্ড করেছি। তবে প্রকৃত ক্ষতি সম্ভবত অনেক বেশি। আমরা এখন অনুসন্ধান, উদ্ধার এবং পুনরুদ্ধারের ওপর কাজ করছি।’ ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানাতে একটু সময় লাগতে পারে বলে জানান এই কর্মকর্তা।
প্রতি বছরই হিমাচলজুড়ে ভারী বর্ষণে এমন বন্যার পরিস্থিতি তৈরি হয়। এ বছর গত ২০ জুন রাজ্যে বিপর্যয় শুরু হয়। আগের মতো এবারও রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধুমাত্র মান্ডি জেলাতেই ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কাংড়ায় ১৩ জন, চাম্বায় ছয়জন এবং শিমলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মান্ডির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা থুনাগ এবং বাগসায়েদ। উভয়ই সাবেক মুখ্যমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা জয়রাম ঠাকুরের বিধানসভা নির্বাচনী এলাকার মধ্যে পড়ে।