বিখ্যাত সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের বিলিয়ন ডলারের মামলা
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM
-11901.jpg)
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দায়ের করা এ মামলায় তিনি অভিযোগ করেন, পত্রিকাটির একটি প্রতিবেদনের মাধ্যমে তার সুনাম ও আর্থিক ক্ষতির চেষ্টা করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০০৩ সালে জেফ্রি এপস্টিনের ৫০তম জন্মদিন উপলক্ষে ট্রাম্প একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন। এই তথ্য ভিত্তিহীন দাবি করে ট্রাম্প ১৮ পৃষ্ঠার অভিযোগপত্রে জানান, সংবাদটি তার মর্যাদা ও আর্থিক অবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর।
মামলায় আরও উল্লেখ করা হয়, ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ কারণে ট্রাম্প বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন।
প্রতিবেদনটি প্রকাশের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেদনটি প্রকাশের পর তিনি সেই হুমকির পুনরাবৃত্তি করলেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সালের ওই চিঠিতে কয়েকটি লাইন রয়েছে যা এক নগ্ন নারীর অবয়ব দিয়ে ঘেরা। চিঠিটির শেষ লাইনে লেখা ছিল, শুভ জন্মদিন আর প্রত্যেক দিন যেন হয়, আরেকটি দারুণ গোপন আনন্দ। ট্রাম্প এই চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন।
মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে দুই প্রতিবেদকের ওয়াল স্ট্রিট জার্নালের ডাউ জোন্স, নিউজ কর্প, রুপার্ট মারডক (নিউজ কর্পের নিয়ন্ত্রক) এবং প্রতিষ্ঠানটির সিইও রবার্ট থমসনের।
মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের মায়ামি বিভাগে ফেডারেল আদালতে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই মামলা শুধু আপনার প্রিয় প্রেসিডেন্ট, আমার পক্ষ থেকেই নয় বরং এটি সকল আমেরিকানদের পক্ষ থেকেও, যারা আর ভুয়া সংবাদমাধ্যমের এই অপব্যবহার সহ্য করবেন না।
তিনি আরও লেখেন, আমি আশা করি রুপার্ট ও তার ‘বন্ধুরা’ এই মামলায় ঘণ্টার পর ঘণ্টা জেরা ও সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি থাকবেন।
ট্রাম্প এর আগেও অনেক পরিচিত সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
এই মাসের শুরুতে সিবিএস প্রেসিডেন্ট ট্রাম্পের দায়ের করা একটি মানহানি মামলা নিষ্পত্তি করেছে ১ দশমিক ৬ কোটি ডলারে। সেই মামলাটি ছিল গত শরৎকালে ৬০ মিনিটসে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকারকে ঘিরে। এছাড়া গত বছর এবিসি নিউজও ট্রাম্পের করা একটি মানহানির মামলা নিষ্পত্তি করে দেয় সেই মামলাটি ছিল এক উপস্থাপকের ভুলভাবে উপস্থাপিত মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে ট্রাম্পকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল একটি জুরি।