২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স আর নেই
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:১৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:১৮ AM
-12019.jpg)
দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি রাজপরিবারের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ। দীর্ঘদিন অচেতন অবস্থায় থাকায় তিনি ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিতি পেয়েছিলেন।
২০০৫ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সৌদি রাজপরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রিন্স আল ওয়ালিদ ছিলেন প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।
প্রিন্স ওয়ালিদের মৃত্যুতে সৌদি রাজপরিবারসহ পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে।
যুবরাজের দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।
সূত্র: গালফ নিউজ