ভারতের ভিসা নিয়ে দু:সংবাদ
- বাংলাকন্ঠ ডেস্ক:
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০১:৫০ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০১:৫৭ AM

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং ফি বাড়িয়েছে দেশটির সবচেয়ে নিকটতম প্রতিবেশি দেশ ভারত। তারা আগের ৮শ টাকার ভিসা প্রসেসিং ফি বাড়িয়ে ১ হাজার ৫শ টাকা করেছে, যা আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী ১০ আগস্ট থেকে থেকে সংশোধন করে ১ হাজার ৫০০ টাকা করা হবে। এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।
আইভ্যাক জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।
উল্লেখ্য, গত বছর ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশীদের সব ধরনের ভিসা প্রদান বন্ধ করে দেয় দেশটি। কিন্তু এতে বাংলাদেশের অভ্যন্তরে তেমন উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। উল্টো বরং ভারত নানানভাবে ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে বাংলাদেশের ওপর নির্ভরশীল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা মাঠে মারা যায়। তাদের ব্যবসা লাটে ওঠে। কারণ, চিকিৎসা ও নানা প্রয়োজনে প্রচুর বাংলাদেশী ভারতে যেত। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশীরাও ভারত থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা কেউ ভারতের দাদাগিরি সহ্য করতে নারাজ। এ অবস্থায় ভারত বাংলাদেশীদের ক্ষেত্রে ভিসা ফি বাড়িয়েছে।