ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা

গাজা
  © ফাইল ছবি

গত ২২ মাসের অধিক সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ফিলিস্তিনিদের রক্ষায় দেশটিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের একাধিক দেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো ইউরোপের দেশ বেলজিয়াম। চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে বলে জানান বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট। স্থানীয় সময় আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ম্যাক্সিম প্রেভোট লিখেছেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে। গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।’

একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন।

গত জুলাইয়ের শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। অধিবেশনটি ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

এরপর আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য ও কানাডা অন্যতম। শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কিছু দেশ।

এদিকে গাজায় ইসরায়েলের হামলা থামছেই না। গত ২৪ ঘণ্টায়ও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সাড়ে ৬৩ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এ ছাড়া ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই।


মন্তব্য