বিশ্বনেতাদের উপেক্ষা করে ভয়াবহ হামলা
- আর্ন্তজাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ AM
এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনের মূল আলোচ্য বিষয় ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। প্রায় সব দেশের শীর্ষ নেতা তাঁদের বক্তব্যে এ ইস্যুতে মত প্রকাশ করেছেন। আরব ও মুসলিম বিশ্বের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও পশ্চিমা নেতারা মূলত জিম্মিদের ফেরানোর দাবি জোরালো করেছেন; তবে গাজায় গণহত্যা বন্ধের প্রশ্নে তাঁরা ঐকমত্যে পৌঁছেছেন।
এমন পরিস্থিতিতেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। যুদ্ধের অন্যান্য দিনের মতোই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে গত দুই দিন গাজায় ভয়াবহ হামলা হয়েছে।
এসব হামলায় আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, আল-আহলি স্টেডিয়াম, নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা হয়েছে। ওই শিবিরে কেবল বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।