গাজা সম্মেলনের আগে মিসরে কাতারের ৩ কর্মকর্তা নিহত

মিশর
  © ফাইল ছবি

মিসরে সড়ক দুর্ঘটনায় কাতারের আমিরি দিওয়ানের তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। লোহিত সাগরের উপকূলীয় পর্যটন শহর শারম এল-শেইখের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন বলে কাতারের মিসরস্থ দূতাবাস জানিয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) ভোরে দূতাবাসের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানানো হয়, আহতদের শারম এল-শেইখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ও আহতদের আজই বিশেষ উড়োজাহাজে করে দোহায় ফেরত পাঠানো হবে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাতারি দূতাবাস।

প্রাথমিকভাবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিহতরা গাজা যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত কাতারি প্রতিনিধিদলের সদস্য। তবে, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, খবরটি সঠিক নয়। সূত্রটি নিশ্চিত করেছে, নিহত ব্যক্তিরা ছিলেন কাতারি নিরাপত্তা রক্ষী এবং প্রোটোকল কর্মকর্তা। তাঁরা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির অগ্রবর্তী দলের সদস্য ছিলেন।

এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কয়েক দিন আগে শারম এল-শেইখে কাতার, তুরস্ক ও মিসরের কর্মকর্তাদের অংশগ্রহণে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনার ফলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধে প্রথম দফা যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি হয়।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি শারম এল-শেইখের দিকে যাচ্ছিল। আগামীকাল সোমবার এই চুক্তি চূড়ান্ত করতে শারম এল-শেইখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বনেতারা অংশ নেবেন এবং এর সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।


মন্তব্য