চীনকে রুখতে যুক্তরাষ্ট্রের চুক্তি
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM
-12204.jpg)
দীর্ঘদিন ধরেই চীনকে রুখতে কাজ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার গুরুত্বপূর্ণ ও বিরল খনিজের সরবরাহে চীনের দাপট কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
ট্রাম্প ও আলবানিজের চুক্তির পর যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী ছয় মাসে উভয় দেশই খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত প্রকল্পে একশ কোটি ডলার করে বিনিয়োগ করবে। এ ছাড়া পশ্চিমা ব্যবসায়ীদের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ খনিজের জন্য একটি ন্যূনতম মূল্য নির্ধারণ করার বিষয়েও চুক্তিতে সম্মতি জানানো হয়।
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ বলতে সাধারণত লিথিয়াম, নিকেলসহ এমন উপাদান বোঝানো হয়, যা বৈদ্যুতিক গাড়ি, উড়োজাহাজের ইঞ্জিন ও সামরিক রাডার তৈরিতে অপরিহার্য। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, চীনের মজুত সবচেয়ে বড়। তবে অস্ট্রেলিয়ারও উল্লেখযোগ্য মজুত রয়েছে। ট্রাম্প ও আলবানিজ একসঙ্গে প্রায় সাড়ে আটশ কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পে স্বাক্ষর করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আর এক বছরের মধ্যে আমাদের কাছে এত বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ থাকবে যে, বুঝতে পারবেন না এগুলো নিয়ে করবেন কি!
হোয়াইট হাউস জানিয়েছে, প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলারের খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলে প্রকল্পের কাজ শুরু করা হবে। তবে নির্ধারিত কোনো খনিজ বা প্রকল্প এলাকার নাম বিবৃতিতে ছিল না।