এবার জেন জি বিক্ষোভ উত্তর আমেরিকায়

জেন জি
  © সংগৃহীত

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে জেন-জিদের ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মাদাগাস্কারসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে বিক্ষোভ। এবার এই আন্দোলন ছড়িয়ে পড়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। দেশটির রাজধানীতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।

এএফপির খবরে বলা হয়েছে, ‘জেনারেশন জেডের’ (জেন-জি) তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়।

২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা শেইনবাউম উচ্চ জনসমর্থন ধরে রাখলেও সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার নিরাপত্তা নীতির সমালোচনা বাড়ছে।

মেক্সিকো সিটির নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানান, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, যার মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জন বিক্ষোভকারীও আহত হন।

সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগেও অভিযুক্ত।

বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে।


মন্তব্য