আমিরাতে বন্দী সেই ২৬ বাংলাদেশিকে ভূলে গেছে সরকার?

আরব আমিরাত
  © সংগৃহীত

যে দেশের গণতন্ত্র ও স্বৈরশাসনের অবসান চেয়ে বিদেশ-বিভুইয়ে মিছিল করেছে আরব আমিরাত প্রবাসীরা সেই দেশই যেন ভূলে গেছে তাদের। গেল বছর জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া ২৬ বাংলাদেশিকে এখনো মুক্ত যায়নি। জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও  সেই ২৬ জন বাংলাদেশি এখনো আটক আছেন আরব আমিরাতের কারাগারে।

কিন্ত এক বছরেও বাংলাদেশ সরকার তাদের ছাড়িয়ে আনতে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন করেনি-এমন অভিযোগ আটক প্রবাসীর স্বজনদের।

আটককৃত এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন আটককৃতদের পরিবার ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

তাদের দাবি, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আরব আমিরাতে বন্দিদের বিরুদ্ধে সকল অভিযোগ মওকুফ করে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। গতকাল বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। দলটির পাশাপাশি আটকদের স্বজনরাও দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে।

আটককৃতদের পরিবার জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের স্বপক্ষে থাকায় আরব আমিরাতে আটকা পড়ে আছেন তাদের স্বজনরা। তাদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সক্রিয় ভূমিকা আশা করছেন তারা।   

সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি দাবি জানিয়েছে এনসিপি- অবিলম্বে সব অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং একটি কনসুলার কমিউনিকেশন চ্যানেল স্থাপন করতে হবে ও দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিয়ে ২৬ জন বন্দিকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী      বলেন,  এটি মন্ত্রণালয়ের যেমন ইস্যু, তেমনি প্রধান উপদেষ্টার সঙ্গে ওই দেশের আন্তঃসম্পর্কের একটি বিষয়। বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, সরকার যেন অতিদ্রুত সময়ের মধ্যে আরব আমিরাতের সরকারের মাধ্যমে তাদের ফেরত আনার ব্যবস্থা করে। 


মন্তব্য