নতুন বাংলাদেশ দিবস
অবশেষে সিদ্ধান্ত পাল্টালেন উপদেষ্টা পরিষদ
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৬:৫১ PM

অবশেষে তীব্র সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে উপদেষ্টা পরিষদ। ইতিপূর্বে সরকার ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে সরে এসেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট পালন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। তবে ৮ আগস্ট কোনো বিশেষ কোনো কমসূচি পালন করা হবে না বলে উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এর আগে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্র বলা হয়েছিল, ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
তবে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে আপত্তি জানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনসহ গোটা দেশব্যাপী এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
বিশেষ করে জুলাই অভ্যুত্থানে জড়িত সকল স্টেকহোল্ডাররা সরকারের গৃহীত সিদ্ধান্তকে হটকারী বলেও অনেকে মন্তব্য করেন। কেউ কেউ বলেন, ৮ আগষ্ট অর্ন্তবর্তীকালীন সরকার শপথ নিলেও পরবর্তীতে কয়েকজন উপদেষ্টার কর্মকান্ডে প্রমান হয়েছে ৮ আগস্টই মূলত জুলাই বিপ্লব ছিনতাই হয়ে গেছে।