৬ মাসে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির দাবি ইসির

৬ মাসে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির দাবি ইসির

বিগত ছয় মাসে (৩০ জুনের মধ্যে) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের  ৯ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আকতার আহমেদ।

বুধবার (২ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, কমিশনে জানুয়ারির শুরুতে অনিষ্পন্ন আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮৩৬ টি এবং গত ছয় মাসে নতুন আবেদন জমা পড়েছে ৬ লাখ ৫ হাজার ৫২০ টি। এরমধ্যে গত ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২ টি নিষ্পত্তির আবেদন ছিল। বর্তমানে অনিষ্পন্ন আবেদন আছে ৭৬ হাজার ৬৯৪ টি। 

ইসি সচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা আবেদন সমুহ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দেয়া হয়েছে। সে আলোকে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আমারা ক্রাশ প্রোগ্রাম শুরু করি।

তিনি বলেন, দীর্ঘ ৬ মাস কঠোর পরিশ্রম করে কর্মকর্তাগন ৯ লাখের অধিক আবেদন নিষ্পত্তি করে নাগরিকদেরকে ভোগান্তি লাঘবে বড় ধরনের ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, কম সময়ে বড় সংখ্যক আবেদন নিষ্পত্তির ফলে বর্তমানে নতুন আবেদন সংখ্যা কমে এসেছে। ইসি সচিব জানান, বর্তমানে প্রতি মাসে গড়ে ৮০ হাজার নতুন আবেদন পাওয়া যাচ্ছে, ইতিপূর্বে প্রতি মাসে গড়ে এক লাখ সংশোধন আবেদন জমা হতো।


মন্তব্য