গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
-11656.jpg)
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশস্থলে ভাঙচুর এবং সমাবেশ শেষে ফেরার পথে গাড়িবহরে হামলা করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এদিন বিকাল ৩টার দিকে শহরের পৌর পার্কের কাছে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে এনসিপি’র নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
সড়কে আটকা পড়া এনসিপি’র নেতা-কর্মীদের গাড়িবহর নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন রওনা দিয়েছি, তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ ও যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে।’
এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়ে। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে ফিরছিলেন তারা। ফেরার পথেই তাদের গাড়ি বহরে হামলা হয়।
এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরে হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান তারা।