উত্তরায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর মাইলস্টোন কলেজের পাশের মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। দেড়টার কিছু সময় পর এটি বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। দগ্ধদের জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার বেলা ২ টার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।