সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বরখাস্ত
  © ফাইল ছবি

অবশেষে এই জুলাই মাসেই বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা। গত বছর জুলাইয়ে ‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই কথা বলা ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২০২৩ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এটি সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

বর্তমানে তিনি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। বরখাস্তকালীন সময় তিনি খোরপোষ ভাতা পাবেন।

গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিবর্ষণের ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোহাম্মদ ইকবাল হোসাইন বলছেন, ‘গুলি করি মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ ভিডিওটি ঘিরে তখন তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সামাজিক মাধ্যমে।


মন্তব্য