জুলাই সনদ ঘোষনার ২৪ ঘন্টার আল্টিমেটাম

জুলাই সনদ
  © সংগৃহীত

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ ঘোষনা করার আল্টিমেটাম দিয়েছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সন্ধ্যা পর্যন্ত অবস্থানরত করে আন্দোলনকারীরা এ আল্টিমেটাম দেন।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ করে রাখে জুলাই অভ্যুত্থানে আহতরা।

পরে বিকেলে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধে অবস্থানরত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়।  বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে এই ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডা তৈরি হয়।

কুমিল্লার আন্দোলনকারী সাফায়াত বলেন, আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা সেটা নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে বলে তখন আমরা এগিয়ে গেলে বাগতিতণ্ডা হয়।

উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শুধু আমাদের ব্যারিকেড সরিয়ে নিয়েছি। তাদের ওপর কোনো লাঠিচার্জ বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ দেওয়া হয়নি। ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূলত তারা বাগবিতণ্ডা শুরু করে।


মন্তব্য