পোস্টাল ব্যালট নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১২:২৭ AM

পোস্টাল ব্যালট নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও সীমিত পরিসরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ সাংবাদিকদের একথা বলেন।
তিসি বলেন, "আউট অফ কান্ট্রি এবং ইন কান্ট্রি দুই ক্ষেত্রেই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা রাখার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। ইন কান্ট্রি এর ক্ষেত্রে তিন ধরনের ভোটারকে এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এরা হলেন সরকারি কর্মচারী, কারাবন্দী নাগরিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া গণমাধ্যমকর্মীসহ জরুরি সেবায় নিয়োজিতদেরও পোস্টাল ব্যালট সুবিধায় অন্তর্ভুক্তির বিষয়টি কমিশন বিবেচনা করে দেখবে।"
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনারের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টায় শেষ হয় বৈঠক।
বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের সিম্বল ব্যালট পাঠানো হবে এবং প্রার্থীদের নাম তারা পরবর্তীতে অনলাইনে জানতে পারবেন।
তিনি বলেন, কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০২৫ এবং পোস্টাল ভোটিং বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশের বিষয়ে আলোচনা হলেও সময় স্বল্পতার কারণে বিষয়টি মুলতবি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, "রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নির্বাচনী প্রচারণায় এআইয়ের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাপ্ত চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সে হিসেবে আপনারা ধরে নিতে পারেন আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।