দেশের সর্বশেষ ভোটার সংখ্যা জানাল ইসি

ইসি ‌
  © সংগৃহীত

দেশে বর্তমানে মোট কত ভোটার আছে তার সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি ‌সচিব আকতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন। 

তিনি জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন, নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১,২২৪ (এক হাজার দুইশ চব্বিশ) জন।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর আওতায় ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকায় নতুন ভাবে অন্তর্ভুক্ত ও মৃত্যু জনিত কারণে বিদ্যমান তালিকা হতে নাম কর্তনকৃত ভোটারদের তথ্য সংযোজন এবং বিয়োজন শেষে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে ইসি ‌সচিব এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন‌।

ইসি সচিব আরো জানান, ২০২৪ সালের ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী ২ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। 

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর আওতায় এবছর ৩০ জুন পর্যন্ত ভোটার তালিকায় নতুন ভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৩১ হাজার ২১৬ জন। আর মৃত্যু জনিত কারণে নাম কর্তনের ফলে তালিকা থেকে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। ফলে এবছর ৩০ জুন পর্যন্ত ভোটার বেড়েছে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। সে অনুযায়ী এ বছর ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।

তিনি বলেন, সারা দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন অফিসে সংশ্লিষ্ট এলাকার হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা আজ  প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ভুলত্রুটি থাকলে সংশ্লিষ্ট ভোটারগণ সংশোধনের আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদন অনুযায়ী ভুলত্রুটি সংশোধন করে ৩১ আগস্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে আরো যারা অন্তর্ভুক্ত হবেন এবং মৃত্যু জনিত কারণে যাদের নাম কর্তন করা হবে তাদের তথ্য হালনাগাদ করে নির্বাচনের আগে আরেকটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে।


মন্তব্য