ঢাকায় আসছেন আইএইচআরসি'র দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার খান
- ডেস্ক রিপোর্ট:
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ PM

জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (আইএইচআরসি) পরিচালক (কূটনৈতিক ও ফাইন্যান্স) এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভুত গোলাম সরোয়ার খান আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ডেনমার্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
বাংলাদেশে অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে আন্দোলনে যাঁরা পঙ্গুত্ব বরণ করছেন তাঁদের সাথেও দেখা করবেন।
এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন। সর্বোপরি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করে তিনি জাতিসংঘে পেশ করবেন বলে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।