মানবজমিনের প্রতিবেদনের কড়া জবাব দিলেন উপ-প্রেস সচিব

উপ-প্রেস সচিব
  © ফাইল ছবি

প্রধান উপদেষ্টাকে নিয়ে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনের কড়া জবাব দিলেন উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আজ শনিবার (০৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এই জবাব দেন তিনি।

বাংলাকণ্ঠ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

“মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আমাদের সবার শ্রদ্ধার পাত্র। সাংবাদিকতা জগতের অনেকের উনার প্রতি ব্যক্তিগত মুগ্ধতাও আছে। এসব মুগ্ধতার কারণে আমরা আমাদের হিরোদের অনেক দুর্বলতা অনেক সময় ধরতে পারিনা। তবে ইদানীং বুঝতে পারি উনার করা অনেক প্রতিবেদনকেই নির্মোহ ভাবে বিশ্লেষণের সুযোগ আছে। আজ যেমন "প্রফেসর ইউনূস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন" শিরোনামে তিনি সূত্রহীন এক প্রতিবেদন লিখেছেন যার প্রতিটি প্যারা তিনি সাজিয়েছেন ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে।

তিনি লিখেছেন গতবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ দলের প্রতিনিধির সংখ্যা শুরুতে বলা হয়েছে আট জন। কে বলেছে? সরকার? ফেসবুক থেকে পাওয়া তথ্য দিয়ে কোনো প্রতিবেদন শুরু হলে সেটা সবসময় বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে থাকে। একজন স্বনামখ্যাত কূটনৈতিক প্রতিবেদক হিসেবে মতি ভাইয়ের সবচাইতে ভালো জানার কথা সরকার প্রধানের কোনো সফর আটজন দিয়ে হয়না। কারণ, তার সাথে আবশ্যিক ভাবে একটা নিরাপত্তা দল সংযুক্ত থাকে। 

মতি ভাই লিখেছেন এবার "১০৪ সদস্যের প্রতিনিধিদল দেখে অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন।" এটাও ফেসবুকের সংখ্যা। সরকার ইতোমধ্যে এর ব্যাখ্যা দিয়েছে। পরিষ্কারভাবে বলা হয়েছে সংখ্যাটা ৬২। 

উনি লিখেছেন এবার প্রেস ও মিডিয়া টিমে সর্বোচ্চ ৪১ জন সদস্য ছিল। এটা পুরোপুরি হাওয়া থেকে পাওয়া। এমনকি ফেসবুকেও কেউ এত অতিরঞ্জিত তথ্য দেয়নি। আমরা সংবাদ সম্মেলনেই বলেছি প্রেস উইং এর সদস্য ছিল সফরে ৫ জন। এর সাথে বাসস, বিটিভি, ইউনবি, পিআইডি, যারা ঐতিহ্যগতভাবেই সফরসঙ্গী হন কাজের প্রয়োজনে, যোগ করলেও মোট সংখ্যা ১০ ছাড়ায় না।

শুধু এই একটি তথ্যের কারণেই পুরো প্রতিবেদনটি গাল গল্প হিসেবে ধরে নেয়া যায়। মতি ভাইয়ের কাছে আমাদের সাংবাদিকতা অনেকভাবে ঋণী। আমাদের ব্যক্তিগত ঋণও অনেক। সমালোচনা কীভাবে করতে হয় উনার কাছেই শিখা। আশাকরি আজকের এই সমালোচনাটা উনি ব্যক্তিগত ভাবে নেবেন না। দয়া করে এই পোস্টে উনাকে অসম্মান করে কেউ কোনো মন্তব্য করবেন না।”


মন্তব্য