মেট্রোরেলের নতুন সিদ্ধান্তে যাত্রীদের ক্ষোভ

মেট্রোরেল
  © ফাইল ছবি

মেট্রোরেলে উঠুন বা না উঠুন—স্টেশনে কার্ড স্ক্যান করলেই দিতে হবে ১০০ টাকা। অর্থাৎ, প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে গেলেও আর রেহাই নেই।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন এই নিয়মটি সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। বিষয়টি জানাতে সব স্টেশনে ইতিমধ্যে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে লেখা হয়েছে:“একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”

পূর্বের নিয়মে ৫ মিনিটের মধ্যে স্টেশন ত্যাগ করলে কোনো টাকা কাটা হতো না।

নতুন নিয়মে যেকোনো কারণেই স্টেশন থেকে বেরিয়ে গেলেও ১০০ টাকা কাটা হবে।

এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কেউ হঠাৎ অসুস্থ হলে, বা জরুরি প্রয়োজনে বেরিয়ে গেলে তার ক্ষেত্রেও সমান জরিমানা—এটিকে ‘অযৌক্তিক’ ও ‘নির্বিচার সিদ্ধান্ত’ বলে দাবি করেছেন অনেকে।

যাত্রীদের প্রস্তাব, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম কিছু ভাড়া কাটা যেতে পারে, তবে সরাসরি ১০০ টাকা কাটা ‘অত্যধিক কঠোর’।


মন্তব্য