কাল সংবাদ সম্মেলন করবে সরকার
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩১ PM
আগামী সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।
স্বীকৃত সাংবাদিকদের আগামী সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।