গ্রিন ফোর্স বাংলাদেশের পথচলা শুরু
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৭:০৫ PM

দূর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে 'দুর্নীতির বিরুদ্ধে একসাথে' স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ফোর্স বাংলাদেশ।
শনিবার (২৮ জুন) রাজধানীর বারিধারা ডিওএইচএস পরিষদ কনভেনশন সেন্টারে যাত্রা শুরু করে এ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছ্বাসেবী সামাজিক সংগঠনটি।
গ্রিন ফোর্স বাংলাদেশ-এর চেয়ারম্যান মিকাইল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনের চীফ পেট্রন মেজর জেনরেল মুজাহিদ উদ্দিন (অব:) এবং ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হাজি হারিস বিন ওথমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রীন ফোর্স বাংলাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সংকল্প ব্যক্ত করেন। এই সংগঠনটি সমাজ থেকে দুর্নীতি নির্মূলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।