সুযোগ পেতে পারেন আপনিও

‘জাপান’ দেখতে লাগবে না বিমান ভাড়া

জাপান
  © ফাইল ছবি

বিদেশি পর্যটকদের জন্য দারুণ অফার দিয়েছে জাপান। বিমানে ভ্রমণের জন্য কোনো টাকা খরচ না করেও সুযোগ মিলছে দেশটি ঘুরে দেখার। শুনতে অবাক লাগলেও খবরটি একেবারেই সত্যি। সম্প্রতি জাপান এয়ারলাইন্স (JAL) বিদেশি পর্যটকদের জন্য চালু করেছে একটি বিশেষ অফার। তবে টোকিও নয়, জাপানের নির্জন গ্রামে বা দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা দেবে এয়ারলাইন্সটি।

এয়ারলাইন্সের ঘোষণায় জানানো হয়েছে, যারা জাপান এয়ারলাইন্সের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে জাপানে প্রবেশ করবেন, তারা জাপানের অভ্যন্তরীণ নির্দিষ্ট কিছু রুটে একবার বিনামূল্যে বিমানে ভ্রমণ করতে পারবেন।

বিশ্বজুড়ে মহামারির পর জাপানে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। টোকিও যেন এখন পর্যটকের ভিড়ে ঠাসা। এই পরিস্থিতিতে ভিড় এড়িয়ে জাপানের অন্যরকম সৌন্দর্য দেখাতে চায় দেশটির জাতীয় এয়ারলাইন্স।

যেভাবে পাবেন বিনামূল্যে বিমান ভ্রমণের সুবিধা

এক বুকিং, একাধিক গন্তব্য

এই সুবিধা পেতে হলে যাত্রীদের আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গেই জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট বুক করতে হবে জেএএলের মাধ্যমেই। এরপরই যাত্রীরা পাবেন বিনামূল্যে ডোমেস্টিক ফ্লাইটের সুযোগ। ওসাকা, সাপ্পোরো, কাগোশিমা, ওকিনাওয়া, বেপ্পু, ইয়াকুশিমার মতো ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো একটিতে যেতে পারবেন তাঁরা।

যারা সুযোগ পাবেন

এই অফারটি বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু আছে। তবে একটি শর্ত রয়েছে, যদি যাত্রীরা জাপানে পৌঁছে ২৪ ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। তখন উত্তর আমেরিকা ও চীনের পর্যটকদের সামান্য স্টপওভার চার্জ দিতে হতে পারে। অন্যদের জন্য কোনো বাড়তি খরচ নেই।

লাগেজ ও সুবিধা

ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি ক্লাসে যাত্রীরা দুটি করে লাগেজ এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ বিনা খরচে নিতে পারবেন। ফলে বিচে ছুটি কাটানো থেকে শুরু করে পাহাড়ে ট্রেকিং কিংবা গ্রামীণ শহরে রামেন খোঁজার সব প্রস্তুতি নিয়ে ভ্রমণ করা যাবে নিশ্চিন্তে।

ট্রেন নয়, এবার ফ্লাইটই বুদ্ধিমানের সিদ্ধান্ত

আগে জাপান ভ্রমণের ক্ষেত্রে জাপান রেল পাস ছিল জনপ্রিয় বিকল্প। তবে ২০২৩ সালে এর মূল্য অনেকটা বেড়ে যাওয়ায় অনেক পর্যটক এখন বিকল্প খুঁজছেন। ট্রেনে টোকিও থেকে ওসাকা যেতে একমুখী ভাড়া যেখানে প্রায় ১৪ হাজার ইয়েন (প্রায় ৯৪ ডলার), সেখানে ফ্লাইটে যাওয়া যাচ্ছে একেবারে বিনা খরচে। কিয়োটো, নারা কিংবা আরও দক্ষিণের দ্বীপ কাগোশিমা, সবকিছুই এখন হাতের নাগালে।

এই অফার কতদিন থাকবে, তা এখনো জানানো হয়নি। তবে যারা জাপান ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে স্মরণীয় অভিজ্ঞতা।


মন্তব্য