সমুদ্রে লাখ লাখ ডলারের গুপ্তধন

গুপ্তধন
  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে তিনশ’ বছরেরও বেশি আগে ডুবে যাওয়া একটি স্প্যানিশ নৌবহরের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১০ লাখ ডলার মূল্যের গুপ্তধন উদ্ধার করা হয়েছে। এ ধন-সম্পদের মধ্যে রয়েছে এক হাজারের বেশি রূপা ও সোনার মুদ্রা। খবর জানিয়েছে সিবিএস নিউজ।

ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ থেকে একদল ডুবুরি এই গুপ্তধন উদ্ধার করেন। ‘ট্রেজার কোস্ট’ হলো ফ্লোরিডার পূর্ব উপকূলের একটি এলাকা, যা ইন্ডিয়ান নদী, সেন্ট লুসি এবং মার্টিন কাউন্টি জুড়ে বিস্তৃত। ১৭১৫ সালের স্প্যানিশ ট্রেজার ফ্লিটের জাহাজ ডুবে প্রচুর ধন-সম্পদ সেখানে ছড়িয়ে পড়ায় এই এলাকায় এই নামকরণ করা হয়েছে।

মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১৭১৫ সালে এই মূল্যবান ধনসম্পদ একটি স্প্যানিশ জাহাজের একটি বহরে ইউরোপে পাঠানো হচ্ছিল। কিন্তু ভয়াবহ ঝড়ে ১১টি জাহাজের পুরো বহর ডুবে যায়। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এবং বিপুল ধনসম্পদ ছড়িয়ে পড়ে সমুদ্রের তলদেশে।

গুপ্তধন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলসের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। কুইন্স জুয়েলসেরপরিচালক সাল গুত্তুসো বলেন, ‘প্রতিটি মুদ্রা ইতিহাসের একটি অংশ, স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে বসবাসকারী, কাজ করা এবং নৌযান চালানো মানুষদের সাথে একটি বাস্তব যোগসূত্র। এক হাজার মুদ্রা খুঁজে পাওয়া বিরল এবং অসাধারণ।’


মন্তব্য