শ্রীলঙ্কা ভ্রমণকারীদের জন্য সুখবর

ভ্রমণ
  © ফাইল ছবি

বাংলাদেশসহ সব বিদেশি নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

বাংলাদেশের সব ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে শ্রীলংকার ইমিগ্রেশন বিভাগ। 

চলতি বছরের অক্টোবরের শুরুতে এই বাধ্যবাধকতা আরোপ করেছিল তারা। ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়। তবে ১৭ তারিখ এই সিদ্ধান্ত তুলে নেয় তারা।

এর ফলে বাংলাদেশিরা সরাসরি শ্রীলংকার বিমানবন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে শ্রীলঙ্কা যেতে পারবেন।


মন্তব্য